সেবাসমূহ
ক্রম | সেবা | বর্ণনা | সেবা পাওয়ার পদ্ধতি | ২০১২-১৩ অর্থ বছর |
১ | ভিজিএফ | ঈদুল ফিতর , ঈদুল আযহ্, দূর্গা পূজা, বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানে দরিদ্র পরিবারে চাল বিতরণ করা হয় | স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে দরিদ্র পরিবারের নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে | --- |
২ | শীতকালীন শীত বস্ত্র | শীতকালীন অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় | স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে | ২৭৮ পিস কম্বল |
৩ | ঢেউটিন | ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত/অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসহায় পরিবার/প্রতিষ্ঠানে/দুঃস্হ মুক্তিযোদ্ধাকে ঢেউটিন বিতরণ করা হয় | ঢেউটিন পাওয়ার ক্ষেত্রে অসহায় পরিবারের কমপক্ষে ঘর তোলার ৪ শতাংশ নিজ জমি থাকা লাগবে | ৫৫ বান্ডিল |
৪ | নগদ টাকা | ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় | স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে | --- |
৫ | গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) | প্রতিষ্ঠানের উন্নয়ন, বর্ষায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মাটির সড়কের সংস্কার করা হয় | স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা সংগ্রহ করা হয় এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য এর তালিকা অনুসারে প্রকল্প গ্রহণ করা হয় | সাধারণ ১ম পর্যায় ৫২টি এবং বিশেষ-১ম পর্যায় ৭৫টি |
৬ | গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(কাবিখা) | ইউনিয়নের নতুন মাটির রাস্তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মাটির সড়কের মেরামত, পুকুর খনন, খাল খনন, রাস্তায় সোরিং, রাস্তার ঢালে রিটেনিং ওয়াল, মাঠ ভরাট ইত্যাদি | স্ব স্ব ইঊনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা সংগ্রহ করা হয় এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য এর তালিকা অনুসারে প্রকল্প গ্রহণ করা হয় | সাধারণ ১ম পর্যায় ৯টি এবং বিশেষ-১ম পর্যায় ২১টি |
৭ | অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি | উক্ত কর্মসূচিতে অন্তর্ভুক্ত শ্রমিকদের প্রতিদিন কাজের বিনিময়ে ১৭৫/-টাকা হারে প্রতি শ্রমিককে প্রতি সপ্তাহের শনি থেকে বুধবার পর্যন্ত ৫ দিনের শ্রম মজুরী তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয় | স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা সংগ্রহ করা হয় | ১৯২ জন শ্রমিক,প্রকল্প ১৪টি |
৮ | সেতু প্রকল্প | গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১২ মিঃ দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প | মাননীয় জাতীয় সংসদ সদস্য এর পরামর্শক্রমে প্রকল্প স্থান নির্বাচন করা হয়। প্রকল্পের দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয় | ২টি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS